অনলাইন ডেস্ক:
নিজ দেশে রাজনৈতিক অথবা অন্য কোন কারণে নিগৃহিত হবার ভয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের এখন আর তৃতীয় কোন দেশে এসাইলামের আবেদন করার প্রয়োজন হবে না। ওয়াশিংটন ডিসির ফেডারেল জজ জেমস ডনেটো শুক্রবার এ নির্দেশ জারি করেছেন।
সম্প্রতি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এক নির্দেশে বলেছিলেন যে, এসাইলাম প্রার্থীরা যুক্তরাষ্ট্রের প্রবেশের আগে অন্য কোন দেশে তা চেয়ে পাননি বলে ডক্যুমেন্ট দেখাতে হবে। অন্যথায় তার আবেদন গ্রহণ করা হবে না। এটি ছিল যুক্তরাষ্ট্রের বহুবছরের প্রচলিত একটি রীতির পরিপন্থি এবং এজন্য আদালতের আশ্রয় নেয়া হয়েছিল।
উল্লেখ্য, ট্রাম্পের অ-আমেরিকান আর অ-অভিবাসী এই নির্দেশ সোমবার ১২ জানুয়ারি থেকে কার্যকর হবার কথা ছিল। এর আগে ট্রাম্পের জারি করা আরো কিছু পদক্ষেপ এভাবেই থমকে গেছে আদালতের নির্দেশে। অর্থাৎ আগের মতই যে কোন পথে যুক্তরাষ্ট্রে ঢুকেই সংশ্লিষ্টরা এসাইলামের আবেদন করতে পারবেন এবং সেটি মঞ্জুরের ব্যাপারটি নির্ভর করবে এসাইলাম অফিসার অথবা ইমিগ্রেশন কোর্টের ওপর।
সেরা টিভি/আকিব