অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির অফিস কক্ষে ডেস্কে পা তুলে সেলফি তোলা সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের সময় ওই ব্যক্তি ওয়াশিংটন ডিসির সবচেয়ে সুরক্ষিত ভবনে স্পিকারের কক্ষের চেয়ারে বসে ডেস্কে পা তুলে ছবি তোলেন।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার গ্রেপ্তার ওই ব্যক্তির নাম রিচার্ড বার্নেট (৬০)। তিনি কট্টর ট্রাম্প সমর্থক। আরকানসাসের গ্রাভেট শহর থেকে গ্রেপ্তারে পর তাকে কাস্টডিতে নেয়া হয়েছে।
এ বিষয়ে ফেডারেল প্রসিকিউটর জানিয়েছেন, সংরক্ষিত ভবনে প্রবেশ, সহিংসতা এবং সরকারি সম্পতি চুরির অভিযোগে তার বিরুদ্ধে ফেডালের অভিযোগ গঠন করা হয়েছে। তবে রিচার্ড বার্নেট চুরির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি ন্যান্সি পেলোসিকে উদ্দেশ্য করে তার ডেস্কে ‘ন্যান্সি বিগো’ তুমি দুশ্চরিতা এমন লেখা সম্বলিত একটি নোট রাখেন বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, বিগো হলো প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির ডাক নাম।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেফরি রোজেন জানিয়েছেন, ক্যাপিটল হিলে নিউজার্সির পুলিশ কর্মকর্তা ব্রায়ান সিকনিক হত্যার ঘটনা ওয়শিংটন ডিসির পুলিশের সঙ্গে এফবিআই টিম যৌথভাবে তদন্ত করবে। বুধবার ট্রাম্প সমর্থকদের সঙ্গে সংঘর্ষে তিনি আহত হন এবং পরে নিহত হন।
সিএনএনের খবরে বলা হয়েছে, এফবিআই বুধবার দাঙ্গায় যারা জড়িত ছিলেন তাদের পরিচয় সন্ধান চেয়ে জনগণের সাহায্য চেয়েছে।
সেরা টিভি/আকিব