প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ইডিয়ট’ বলে চাকরি হারালেন পাইলট - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ইডিয়ট’ বলে চাকরি হারালেন পাইলট - Shera TV
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ইডিয়ট’ বলে চাকরি হারালেন পাইলট

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
"Mumbai, Maharashtra, India - January 12, 2012: GoAir Airbus A320 at Chhatrapati Shivaji International Airport."

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ইডিয়ট’ বলে চাকরি হারালেন ভারতের গোএয়ারের একজন পাইলট।

সোশ্যাল মিডিয়ায় আচরণ সংক্রান্ত ওই বিমান সংস্থার বিধি লঙ্ঘন করার অভিযোগ এনে গোএয়ার তাকে চাকরি থেকে ছাঁটাই করেছে। চাকরিচ্যুত পাইলটের নাম মিকি মালিক। খবর ইন্ডিয়া টুডের।

টুইটারে ওই পাইলট লেখেন, প্রধানমন্ত্রী একজন ইডিয়ট। পাল্টা আমাকে ইডিয়ট বলতেই পারেন, অসুবিধা নেই। আমি দেশের প্রধানমন্ত্রী  নই। কিন্তু প্রধানমন্ত্রী একজন ইডিয়ট।

ঘটনার পর থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছে বিমান সংস্থাটি। টুইটটিও মুছে ফেলেন ওই পাইলট।

অ্যাকাউন্ট লক করে পরে ক্ষমা চেয়ে মিকি মালিক লেখেন, প্রধানমন্ত্রীকে নিয়ে টুইট করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার অন্য টুইটেও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সে জন্যও ক্ষমাপ্রার্থী। আমার টুইটের সঙ্গে কোনোভাবেই গো এয়ারের সম্পর্ক নেই।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360