অনলাইন ডেস্ক:
করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন। প্রথম ডোজ টিকা নেয়ার তিন সপ্তাহ পরে সোমবার তিনি এই টিকা নিলেন। এদিন তিনি ছিলেন কালো স্পোর্টস জ্যাকেটের নিচে টি-শার্ট পরা। তার ভিতর থেকে হাত বের করে বলেন- ‘রেডি সেট গো’। অমনি তার বাহুতে একজন পুরুষ টিকা পুশ করেন। টিকা নেয়ার পর তিনি বলেছেন, তিনি আস্থাবাদী যে, ২০ শে জানুয়ারি ক্ষমতা নেয়ার পর টিকা দেয়ার উচ্চাভিলাষী হার অর্জনে সক্ষম হবে তার টিম। তিনি আরো জানিয়েছেন, তার প্রশাসন আগ্রাসী ভঙ্গিতে এই টিকাদান প্রক্রিয়া সম্পন্ন করবে। তার ক্ষমতার প্রথম ১০০ দিনে তিনি ১০ কোটি ডোজ টিকা দেয়ার লক্ষ্য স্থির করেছেন।
কিন্তু বর্তমানে টিকা ছাড়াই প্রতিদিন হাজারো মানুষ মারা যাচ্ছেন। সোমবার নাগাদ প্রায় ৯০ লাখ মার্কিনি টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এ সংখ্যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার শতকরা মাত্র ২.৭ ভাগ।
সেরা টিভি/আকিব