হোয়াইট হাউজে সিনিয়র এডভাইজার হিসেবে নিয়োগ পেলেন প্রথম বাংলাদেশি-আমেরিকান জেইন সিদ্দিক - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
হোয়াইট হাউজে সিনিয়র এডভাইজার হিসেবে নিয়োগ পেলেন প্রথম বাংলাদেশি-আমেরিকান জেইন সিদ্দিক - Shera TV
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন

হোয়াইট হাউজে সিনিয়র এডভাইজার হিসেবে নিয়োগ পেলেন প্রথম বাংলাদেশি-আমেরিকান জেইন সিদ্দিক

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের হোয়াইট হাউজে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক হিসেবে নিয়োগ পেলেন জেইন সিদ্দিক। তাকে হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র এডভাইজার হিসেবে নিযুক্ত করা হয়েছে। ১৩ জানুয়ারি নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হোয়াইট হাউজে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে আরো কয়েকজনের সাথে জেইনের নাম ঘোষণা করেছেন। এ নিয়োগকে স্বাগত জানিয়েছেন বাইডেন-কমলা হ্যারিসের ট্র্যাঞ্জিশন টিমের সাউথ এশিয়া বিষয়ক সিনিয়র এডভাইজার রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক।

১৪ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ওসমান সিদ্দিক এ সংবাদদাতাকে উপরোক্ত তথ্য জানিয়ে বলেন, জেইন অত্যন্ত মেধাবি একজন মানুষ। দীর্ঘদিন মার্কিন প্রশাসনের বিভিন্ন দায়িত্ব পালন করে তার প্রমাণ দিয়েছেন। তার এ নিয়োগ অবশ্যই বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানদের জন্য বড় একটি সুসংবাদ।
উল্লেখ্য, গত বছর কমলা হ্যারিস তথা ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কে প্রস্তুতি টিমের মেম্বার ছিলেন জেইন সিদ্দিক। তার আগে বেটো ও’রোক’সের প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইন টিমের ডেপুটি পলিসি ডিরেক্টরও ছিলেন। তার সিনেট ক্যাম্পেইন টিমেরও সিনিয়র পলিসি এডভাইজার ছিলেন প্রিন্সটন ইউনিভার্সিটি ও ইয়েল ল’ স্কুল থেকে উচ্চতর ডিগ্রি নেয়া জেইন। জেইনের কর্মজীবন শুরু হয়েছে ইউএস সুপ্রিম কোর্টের জজ ইলেনা ক্যাগন ও ইউএস কোর্ট অব আপিলের জজ ডেভিড ট্যাটেলের সাথে কাজের মধ্যদিয়ে। জেইন খ্যাতনামা ল’ ফার্ম ওরিক হেরিঙটন এ্যান্ড সাটসলিফ এলএলপি’র সহযোগী হিসেবেও কাজ করেছেন।

প্রসঙ্গত, বাইডেন-কমলা ট্র্যাঞ্জিশন টিমে ডমেস্টিক এ্যান্ড ইকনোমিক বিভাগের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায়ই এ নিয়োগ পেলেন জেইন। ট্র্যাঞ্জিশন টিমে রয়েছেন আরো কয়েকজন, তারাও আশাবাদী হোয়াইট হাউজের পজিশন পাওয়ার ব্যাপারে। নিউইয়র্কে বেড়ে উঠা জেইনের হোয়াইট হাউজে ডেপুটি চিফ অব স্টাফ অফিসের সিনিয়র এডভাইজারের পদ পাওয়ায় বাংলাদেশি-আমেরিকানরাও গৌরববোধ করছেন। এরমধ্য দিয়েই বাইডেন-হ্যারিস প্রশাসনে বাংলাদেশিদের জায়গা পাওয়ার প্রত্যাশার পথ সুগম হলো বলে মনে করা হচ্ছে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360