বাইডেন শপথ নেওয়ার আগেই ওয়াশিংটন ছেড়ে চলে যাচ্ছেন ট্রাম্প - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
বাইডেন শপথ নেওয়ার আগেই ওয়াশিংটন ছেড়ে চলে যাচ্ছেন ট্রাম্প - Shera TV
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন

বাইডেন শপথ নেওয়ার আগেই ওয়াশিংটন ছেড়ে চলে যাচ্ছেন ট্রাম্প

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

অনলাইন ডেস্ক:

ট্রাম্পকে নিয়ে এক এক সময় এক এক খবর শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। এবার জানা গেল, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন হিসেবে শপথ নেওয়ার আগেই ওয়াশিংটন ছেড়ে চলে যাচ্ছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক খবরে বিষয়টি জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স খবরে বলা হয়, নবনির্বাচিত প্রেসিডেন্টের অভিষেকের দিন সকালেই ট্রাম্প ওয়াশিংটন ছেড়ে চলে যাবেন। এর আগে তিনি অভিষেকের আগের দিন, আগামী বুধবার ওয়াশিংটন ডিসি ছাড়ার পরিকল্পনা করেছিলেন। তবে সূত্র এ বলেছে যে এই পরিকল্পনা পরিবর্তন হতে পারে। আগামী বুধবার ট্রাম্প বক্তব্য রাখবেন কিনা তা স্পষ্ট নয়।

সূত্রটি আরও বলেছে, জো বাইডেনের শপথ অনুষ্ঠানে থাকবে বা বলে আগেই জানিইয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তাঁর বিদায়ী অনুষ্ঠান ওয়াশিংটনের বাইরের ঘাঁটি জয়েন্ট বেইজ অ্যান্ড্রুজে করার পরিকল্পনা করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানের সদর দপ্তর এই ঘাঁটিতে। জয়েন্ট বেইজ অ্যান্ড্রুজে বিদায়ী অনুষ্ঠান শেষে ট্রাম্প ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে উড়ে যাবেন। সেখানে তাঁর মার-এ-লাগো রিসোর্টে তিনি শুরু করবেন তাঁর পরবর্তী জীবন। হোয়াইট হাউসে বর্তমানে কর্মরত বেশ কয়েকজন সহকারীও ওই রিসোর্টে তাঁর জন্য কাজ করবেন বলে জানা গেছে।

এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, বাইডেনের শপথের আগে তাঁকে হোয়াইট হাউসে স্বাগত জানাতে ট্রাম্পকে অনুরোধ জানিয়েছেন তাঁর কয়েকজন উপদেষ্টা। তবে এতে মত দিচ্ছেন না ট্রাম্প। নিজের মেয়াদ শেষ হওয়ার আগে আরও কয়েকজনকে প্রেসিডেন্টের ক্ষমা ঘোষণার পরিকল্পনা করছেন ট্রাম্প। এই তালিকায় তিনি নিজেকেও বিবেচনা করছেন বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট, যিনি দুইবার অভিশংসিত হয়েছেন। সর্বশেষ তাঁকে গত সপ্তাহে অভিশংসিত করে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে হামলায় উসকানি দেওয়ার অভিযোগে এই পদক্ষেপ নেয় প্রতিনিধি পরিষদ। এবার এই অভিযোগে বিচার শুরু হবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। তবে তা ২০ জানুয়ারির আগে হবে না বলে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেল। অনেকেই ধারণা করছেন, বাইডেন ক্ষমতা গ্রহণের পর সিনেটে সংখ্যাগরিষ্ঠ দল হবে ডেমোক্রেটিক পার্টি। এরপর বিচারপ্রক্রিয়ায় ট্রাম্পকে পরবর্তী সময়ে আবারও নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করা হতে পারে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360