আন্তর্জাতিক ডেস্ক:
জঙ্গিগোষ্ঠী আইএস তাদের প্রধান নেতা আবু বকর আল বাগদাদির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছে। একইসঙ্গে বাগদাদির উত্তরসূরি হিসেবে আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরাইশির নাম ঘোষণা করেন দলটির মুখপাত্র আবু হামজা আল কুরেইশি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তাদের বার্তা সংস্থা আমাক এক অডিও টেপে বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করে একটি শোক বার্তাও দিয়েছে। গত রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় মার্কিন হামলায় বাগদাদির মৃত্যু ঘোষণা দেওয়ার কয়েক দিন এই ঘোষণা আসলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন সিরিয়ার ইদলিবের তুরস্ক নিয়ন্ত্রিত এলাকায় যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের এক অভিযানে আইএস নেতা আবু বকর আল বাগদাদির মৃত্যু হয়েছে। বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের ধারাবাহিকতায় হোয়াইট হাউজের পক্ষ থেকেও রবিবার দাবি করা হয়,শনিবার মার্কিন অভিযান চলাকালে আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিয়েছেন বাগদাদি। পরে মার্কিন অভিযানের স্যাটেলাইট ভিডিও প্রকাশ ওয়াশিংটন। তবে স্বাধীন কোনও সূত্র থেকে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। রাশিয়া এরইমধ্যে ট্রাম্প প্রশাসনের দাবি নিয়ে সংশয় প্রকাশ করেছে।
যুক্তরাজ্যের ওয়েলসের সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের আইএস বিষয়ক গবেষক আইমেন আল তামিমি বলেছেন, ‘এ নামটি অপরিচিত, তবে এই ব্যক্তি হাজ আবদুল্লাহ নামের এক শীর্ষ ব্যক্তিত্ব হতে পারেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় যাকে বাগদাদির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে চিহ্নিত করেছিল।’
বৃহস্পতিবারের আইএসের বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে প্রতিশোধ নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। ধর্মত্যাগীদের বিরুদ্ধে প্রতিশোধের জন্য হুঁশিয়ারি দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘বাগদাদির নেতৃত্বে যা হয়েছে তার তুলনায় আরও ভয়ঙ্কর দিন আসতে চলেছে।বাগদাদির মৃত্যুতে ইসলামিক স্টেটের এক প্রধান মুছে গেছে ঠিকই, কিন্তু এর সংগঠন এখনও শেষ হয়ে যায়নি।’
সেরা নিউজ/আকিব