দিল্লি তে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত টি২০ সিরিজ। যা কিনা বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর ভারতের দিল্লি।আরও বছরের এই সময়টাতে সব থেকে বেশি বায়ু দূষনের কবলে পড়ে দিল্লি। সেখানেই কিনা বাংলাদেশ-ভারতের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আয়োজন করা হচ্ছে! এ নিয়ে খোদ আপত্তি তুলেছেন ভারতেরই সাবেক ওপেনার গৌতম গম্ভীর। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘দিল্লিতে ক্রিকেট বা অন্য কোনো ম্যাচ আয়োজনের চেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে পরিবেশ দূষণ। আমার মনে হয়, দিল্লিতে বসবাসরত মানুষদের ক্রিকেট ম্যাচ নিয়ে ভাবার চেয়ে পরিবেশ দূষণ নিয়ে বেশি চিন্তা করা উচিত।’
৩রা নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম টি- টোয়েন্টি। তবে অনেকের মতো গম্ভীরও মনে করেন, বাংলাদেশ-ভারত ম্যাচটি কোনো নিরাপদ ভেন্যুতে সরিয়ে নেয়া উচিত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই)। তিনি বলেন, ‘কেবল অ্যাথলেট নয়, দিল্লির সাধারণ মানুষের জন্যও বিষয়টা ভাবা জরুরি। ম্যাচ হলো ছোটখাটো বিষয়। ম্যাচটা অন্য কোথাও সরিয়ে নেয়া যায় কিনা সেটা নিয়ে কথা বলতে পারি আমরা।’
তবে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা অবশ্য ম্যাচটি দিল্লিতেই খেলার পক্ষে।তিনি বলেন, ‘আমি সবে এসেছি। পরিস্থিতি কেমন তা বোঝার জন্য খুব একটা সময় পাইনি। আমি যদ্দুর জানি, ৩রা নভেম্বর ঠিকই খেলা হবে। দূষণের ভেতর এখানে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছিলাম। কোনো সমস্যা হয়নি তখন। ঠিক কী আলোচনা হচ্ছে, তা জানা নেই। আমি তো কোনো সমস্যা দেখছি না।’
ভারত সফরে ৩টি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ায় টি-টোয়েন্টিতে মাহমুদুল্লাহ রিয়াদ ও টেস্টে মুমিনুল হকের নেতৃত্বে খেলবে টাইগাররা।