করোনা সঙ্কট দূরে ঠেলে দীর্ঘ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই দাপটে এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথম একদিনের ম্যাচে অতিথি ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে ৬ উইকেটের ব্যবধান।
দুর্বার এ জয় দিয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগে লাল-সবুজের প্রতিনিধিদের অভিষেকটা হলো রঙিন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও হলো শুভ সূচনা। টাইগাররা এগিয়ে গেল ১-০ তে।
বৃষ্টি ভেজা মাঠে দুদল রান তুলেছে বেশ ধীর লয়ে। ঠিক এ কারণে ম্যাড়ম্যাড়ে ম্যাচটি ঠিক জমিয়ে উপভোগ করতে পারেননি ক্রিকেট অনুরাগীরা।
শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল তামিম ইকবালদের হাতে। বোলিংয়ে পর ব্যাটিংয়েও আধিপত্য বিস্তার করে গেছে টাইগাররা। সাকিবের কিপ্টেমি বোলিংয়ের পর তামিম দেখিয়েছেন অধিনায়কোচিত ব্যাটিং দৃঢ়তা। তাইতো স্বাগতিকরা জয় ছিনিয়ে নিয়েছে ৩৩.৫ ওভারেই। ৯৭ বল হাতে রেখেই লক্ষ্য টপকে ১২৫ রান তুলে ফেলে বাংলাদেশ।
টাইগারদের হয়ে হাফ-সেঞ্চুরি প্রায় ছুঁয়েই ফেলে ছিলেন ক্যাপ্টেন তামিম (৪৪ রান)। ছয় রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন এ তারকা ওপেনার। তার এ ইনিংসেই জয়ের ভিত গড়ে উঠে। আর জয় ছিনিয়ে নেওয়ার আনুষ্ঠানিকতাটুকু সারেন মুশফিকুর রহিম (১৯*) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৯*)।
ক্যারিবীয়দের হয়ে তিন উইকেট নেন আকিল হোসেইন।
তার আগে টস জিতে মিরপুরে দুর্দান্ত বোলিং করেছেন টাইগাররা। সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে অল্পতেই আটকে দেয় তারা। জয়ের জন্য তামিম ইকবালদের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২৩ রান।
আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে প্রায় সাড়ে ১৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দুরন্ত বোলিং করেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডার ৮ রানের খরচায় শিকার করেছেন চার উইকেট। ব্যাট হাতে অবশ্য সেভাবে জ্বলে উঠতে পারেননি। সংগ্রহ করেন ১৯ রান। তবে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তারই হাতে।
সাকিবের সঙ্গে বোলিংয়ে দাপট দেখিয়েছেন হাসান মাহমুদ। ৩ উইকেট শিকার করে নিজের অভিষেক ম্যাচটা রাঙিয়েছেন এ তরুণ বোলার।
তাদের সঙ্গে মুস্তাফিজুর রহমান নেন দুই উইকেট। সাকিব-মাহমুদ-মুস্তাফিজ ত্রয়ীর বোলিং তোপে উইন্ডিজ ৩২.২ ওভারে গুটিয়ে যায় ১২২ রানে।
সফরকারী ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৪০ রান করেন অভিষিক্ত কাইল মেয়ার্স। তাকে সঙ্গ দেওয়া রোভম্যান পাওয়েল ফেরেন ২৮ রান নিয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ১২২/১০, ৩২.২ ওভারে (মেয়ার্স ৪০, পাওয়েল ২৮; সাকিব ৪/৮, হাসান ৩/২৮ মুস্তাফিজ ২/২০)।
বাংলাদেশ: ১২৫/৪, ৩৩.৫ ওভারে (লিটন ১৪, তামিম ৪৪, সাকিব ১৯, মুশফিক ১৯*; আকিল ৩/২৬, জেসন ১/১৯)।
ম্যাচ ফল: বাংলাদেশ ছয় উইকেটে জয়ী।
সিরিজ: তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ।
ম্যাচ সেরা: সাকিব আল হাসান।
সেরা টিভি/আকিব