মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিদায়ী ভাষণ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় মার্কিন নাগরিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, আপনারা অনেক ভালো। এটি মহৎ দেশ। আপনাদের প্রেসিডেন্ট হওয়া আমার সবচেয়ে বড় সম্মান এবং মর্যাদার ছিলো। ট্রাম্প যখন এ কথাগুলো বলছিলেন তখন তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প কান্না করছিলেন।
বুধবার (২০ জানুয়ারি) ডেইলি মেইল অনলাইন এ খবর জানিয়েছে।
ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ট্রাম্প মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে বিদায়ী ভাষণ দেওয়ার সময় সামনের সারিতে থাকা ইভাঙ্কা ট্রাম্প কান্না করছিলেন। এসময় মাস্কহীন জনতা ‘আপনাকে ধন্যবাদ ট্রাম্প, বলে স্লোগান দেয়।
ট্রাম্প বলেন, আপনাদের জন্য সব সময় লড়াই চালিয়ে যাবো। আগামী প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য শুভ কামনাও জানান তিনি। সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
অ্যান্ড্রুসে সমবেত হওয়া পরিবারের সদস্য এবং কর্মচারীদের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, আপনারা চমৎকার মানুষ।
এর আগে বুধবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোর সোয়া ৫টায় হোয়াইট হাউস ত্যাগ ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। হোয়াইট হাউস থেকে ট্রাম্প মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে যান। সেখানে একটি সংক্ষিপ্ত বিদায়ী অনুষ্ঠানে যোগ দেন। জয়েন্ট বেস অ্যান্ড্রুজের অনুষ্ঠানে ট্রাম্পের বক্তব্য রাখার কথা রয়েছে।
এরপর শেষবারের মতো এয়ারফোর্স ওয়ানে করে ফ্লোরিডার পাম বিচে যাওয়ার উদ্দেশে রওনা হবেন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি।
সেরা টিভি/আকিব