স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাস প্রতিরোধে ভারত থেকে আসা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ভ্যাকসিন সবার আগে নিতে চান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে অনলাইনে অনুষ্ঠিত অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।
করোনার ভ্যাকসিন নিবেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমি নেব, অবশ্যই নেব। আমি সবার আগেই নেব। আমার তো ভ্যাকসিন দরকার, আমার বয়স হয়েছে। আপনার (সাংবাদিক) লাগবে না। আমি বয়স্ক, আমার লাগবে।’
সরকার যেটা আনছে সেটাই নিবেন কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘সরকার যেটা আনছে সেটাই নেব। সব তো একই কোম্পানির ভ্যাকসিন। এ পর্যন্ত আমরা দ্বিতীয় সোর্স থেকে ভ্যাকসিন আনছি বলে তথ্য পাইনি।’
সেরা টিভি/আকিব