সাকিবকে প্রাণনাশের হুমকি দিলেন দীপক আগারওয়াল। টুটারে এক টুইটে দীপক আগারওয়াল নামের এক একাউন্ট থেকে সাকিবের ব্যান হওয়ার খবর তুলে ধরে এই টুইট করে।
এর আগে ২৯ এ অক্টোবর রাতে আইসিসি সাকিবকে ২ই বছরের নিষেধাজ্ঞা দেয়। দীপক আগারওয়াল সাকিবকে ৩ বার ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব দিলেও তা সাকিব প্রত্যাখান করেন। কিন্তু এ ব্যাপারে সাকিব আকসুকে কিছু না জানানোয় আইসিসি তাকে ২ই বছরের নিষেধাজ্ঞা দেয়।
তবে ভারতীয় জুয়াড়ি দিপক আগারওয়াল টুইট করে প্রচ্ছন্ন হুমকিই দিয়ে লিখেছেন- ‘বুকি শব্দটি ব্যবহারের আগে কাউকে দুজনের অবস্থান জানতে হবে, কোনো শাস্তিই কারো জীবনের চেয়ে বড় নয়’। এই টুইটই প্রমাণ করে- জীবন নিয়ে হুমকির মধ্যে ছিলেন সাকিব যা সাকিবকে নিরুৎসাহিত করেছে আইসিসিকে দীপকের প্রস্তাবের ব্যাপারে না জানানোর ক্ষেত্রে।
এর আগে দীপকের কারণে ভারতীয় ক্রিকেটার বিজয় আত্মহত্যা করেন ২০১১ সালে। বিজয়কে অর্থের লোভ দেখিয়ে বাজিকর বানান দীপক। মানুষের কাছ থেকে ধার করেও জুয়া খেলেন বিজয়। টাকার চাপ ও দীপকের হুমকিতে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
অতীতে জুয়াড়িদের হাতে ক্রিকেটারদের প্রাণনাশের খবরের ঘটনা রয়েছে। ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হানসি ক্রোনিয়ে বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এতে জুয়াড়িদের হাত ছিল বলে মনে করা হয়। এছাড়া পাকিস্তানের সাবেক কোচ বব উলমারের মৃত্যু আজও রহস্য রয়ে গেছে।