অনলাইন ডেস্ক:
কথা পাকাপাকি। দিনক্ষণও চূড়ান্ত। বর-কনের কেনাকাটা শেষ। নির্দিষ্ট দিনে সাজবেন তাঁরা। রাঙা মাথায় চিরুনি দেওয়া শেষে বরের অপেক্ষায় থাকবেন কনে। চারদিকে বাজবে বিয়ের বাদ্য। কিন্তু করোনাভাইরাস মহামারির মধ্যে জনসমাগম করায় রয়েছে নিষেধাজ্ঞা। তাই সামাজিক দূরত্ব মেনে করতে হবে সবটাই।
বিয়ে হবে আর উপহার থাকবে না এমন কি হয়? এ নিয়েও পড়তে হচ্ছে সমস্যায়। কারণ, বিয়েতে করোনাভাইরাসের ভয়ে অতিথি সমাগম কম হলে, উপহারও কম আসবে। তবে এ সমস্যার সমাধান নিয়ে এসেছেন ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদুরাই এলাকার এক হবু দম্পতি। বিয়ের উপহার সংগ্রহের জন্য একটি অনন্য উপায় আবিষ্কার করেছেন তারা।
এই হবু দম্পতি তাদের বিয়ের নিমন্ত্রণপত্রে একটি কিউআর কোড প্রিন্ট করে দিয়েছেন। ওই কিউআর কোডে রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। সেটি স্ক্যান করলেই অতিথিরা সরাসরি নগদ অর্থ উপহার হিসেবে স্থানান্তর করতে পারবেন।
যে কোনো অনুষ্ঠানে অতিথিদের পক্ষ থেকে নগদ উপহার বা “মোই” দেওয়ার সংস্কৃতি তামিলনাড়ুতে বহুলপ্রচলিত। তাই বিয়ের কনে কিউআর কোড প্রিন্ট করার এই অভিনব বুদ্ধি আবিষ্কার করেন।
গত রবিবার (১৭ জানুয়ারি) বিয়ে উপলক্ষ্যে আসা অতিথিদের জন্য গুগল পে অথবা ফোনপের মাধ্যমেও নগদ অর্থ উপহারের সুযোগ রেখেছিল এই নবদম্পতি।
সূত্র: এনডিটিভি
সেরা টিভি/আকিব