সরকারের বিরুদ্ধে করোনা টিকা নিয়ে ব্যবসার অভিযোগ - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
সরকারের বিরুদ্ধে করোনা টিকা নিয়ে ব্যবসার অভিযোগ - Shera TV
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০২:৪২ অপরাহ্ন

সরকারের বিরুদ্ধে করোনা টিকা নিয়ে ব্যবসার অভিযোগ

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার:

সরকার এই যাবৎকালে সকল ব্যর্থতাকে ছাপিয়ে গেছে করোনাকালীন ব্যর্থতা। শুরু থেকে করোনা পরীক্ষা, মাস্ক, পিপিই, হাসপাতালের সিট, অক্সিজেন সরবারহ, আইসিইউ, প্রণোদনাসহ সকল ক্ষেত্রে দুর্নীতি ও অব্যবস্থাপনায় কঠিন সময়কে কঠিনতর করেছে। পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ যেখানে করোনার নকল সার্টিফিকেটও বিক্রি হয়েছে। এ সবকিছুর পর এখন শুরু হয়েছে টিকা নিয়ে ব্যবসা।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে একথা বলেন বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা।

রুমিন ফারহানা বলেন, দেশের বর্তমানে ৪২ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর করোনার আগে করা জরিপে দেখা যায় শহরের ৮ শতাংশ দরিদ্র পরিবার না খেয়ে ঘুমাতে যায়, ১২ শতাংশ দরিদ্র পরিবারের খাবার নাই সারাদিনে একবেলাও খেতে পারে না ৩ শতাংশ দরিদ্র পরিবার। ঢাকাতে জনসংখ্যা ২ কোটি হলে শুধু এই শহরের অন্তত ৬ লাখ মানুষ দিনে একবেলাও খেতে পারে না।

তিনি বলেন, সরকার এই যাবৎকালে সকল ব্যর্থতাকে ছাপিয়ে গেছে করোনাকালীন ব্যর্থতা। শুরু থেকে করোনা পরীক্ষা, মাস্ক, পিপিই, হাসপাতালে সিট, অক্সিজেন সরবারহ, আইসিইউ, প্রণোদনাসহ সকল ক্ষেত্রে দুর্নীতি ও অব্যবস্থাপনায় কঠিন সময়কে কঠিনতর করেছে। পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ যেখানে করোনার নকল সার্টিফিকেটও বিক্রি হয়েছে। এ সবকিছুর পর এখন শুরু হয়েছে টিকা নিয়ে ব্যবসা। সেরাম ইনস্টিটিউটের সাথে সরাসরি চুক্তি না করে বেক্সিমকোর সাথে চুক্তি করার কারণে বাংলাদেশকে ভারতের তুলনায় ৪৭ শতাংশ বেশি দামে করোনার টিকা কিনতে হচ্ছে। তাতে ৩২৫ কোটি টাকা যাবে কোম্পানির পকেটে।

এছাড়া বেসরকারি খাতে টিকা বিক্রির ক্ষেত্রে তারা ভারতের বেসরকারি টিকার তুলনায় কমপক্ষে ৪০ ভাগ বেশি দাম ধরছে। বার্ধক্য অসুস্থ সত্যিকারের ক্ষতিগ্রস্ত লোক বাদ দিয়ে সরকারের অগ্রাধিকার লিস্টে থাকছে সরকারের বিভিন্ন সংস্থায় কাজ করা কর্মকর্তা-কর্মচারীরা।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি তার ভাষণে বিরোধী দলের ভূমিকার কথা বলেছেন। দেশের প্রধান বিরোধী দলকে সর্বোচ্চ থেকে তৃণমূল পর্যন্ত গত এক যুগে হত্যা গুম মিথ্যা মামলাসহ নানা নির্যাতনের মধ্য দিয়ে ধ্বংসের সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে। মিথ্যা হয়রানিমূলক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় বিএনপি চেয়ারপারসনকে কারাগারে পাঠানো ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে দেশে ফিরতে না দেওয়া দলের মহাসচিবকে দফায় দফায় জেলে পাঠানো সবকিছুই হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলার উদ্দেশ্যে এই প্রেক্ষাপটে রাষ্ট্রপতির আহ্বান প্রহসন।

রোহিঙ্গা ইস্যুতে ভারতের ভূমিকার সমালোচনা করে বলেন, রোহিঙ্গা সমস্যার ক্ষেত্রে বাংলাদেশের তথাকথিত অতি ঘনিষ্ঠ বন্ধুরা কেন মিয়ানমারের পক্ষে। দ্বিপাক্ষিক সমস্যা সমাধানের ক্ষেত্রে বাংলাদেশের দর কষাকষির ক্ষমতা কেন একেবারে শূন্য।

তিনি বলেন, সরকারি সকল সংস্থার তালিকায় থাকা ইয়াবার মূল হোতা সাবেক এক এমপি। সরকারি দলের ইয়াবা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে কয়েক শ মানুষকে বিনা বিচারে হত্যা করা হল কেন? ধর্ষণের মতো ভয়াবহ অপরাধকে কেন ৯৭ থেকে ৯৮ শতাংশ অপরাধী ছাড়া পেয়ে যায়? দেশের ৪ কোটি ৮২ লাখ কর্মহীনকে কাজ না দিয়ে এদেশকে অতি মোটা বেতনের কয়েক লাখ বিদেশির কর্মক্ষেত্র করা হয়েছে কেন?

মানবাধিকার কমিশন তথ্য কমিশনকে সরকার জনগণের করের টাকায় দিয়ে পোষা হচ্ছে কি এসএমএস দিয়ে মানুষকে সচেতন করা আর দুর্নীতি দমন কমিশনকে কি পোষা হচ্ছে বিরোধী দলকে হয়রানি আর সরকারি দলের অপরাধীদের সততার সার্টিফিকেট দিতে? ঢাকার দুই মেয়র পরস্পরের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার পরেও কেন ফৌজদারি ব্যবস্থা না নিয়ে মত পার্থক্য বলে চাপা দেওয়া হচ্ছে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360