অনলাইন ডেস্ক:
আবারও ভেঙে পড়ল স্পেসএক্সের রকেট। টেক্সাসে রকেটের পরীক্ষা সফল হলো না। রকেট ঠিকভাবে যাত্রা শুরু করেও ল্যান্ডিংয়ের সময় আগুন লেগে ভেঙে পড়ল।
গত ডিসেম্বরেও ঠিক এভাবেই স্পেসএক্সের রকেট ভেঙে পড়ে।সেবার রকেটটি সব মিলিয়ে সাড়ে ৬ মিনিট চালু ছিল। এবার স্টারশিপ এসএন ৯ রকেটটি মঙ্গলবার ৬.২ মাইল বা ১০ কিলোমিটার উপরে উঠেছিল। কিন্তু মাত্র ৬ মিনিট ২৬ সেকেন্ড চালু ছিল।
স্পেসএক্স আশা করে যে, এমনই এক রকেট দিয়ে ভবিষ্যতে মানুষ মঙ্গল গ্রহে যাবে।
সেরা টিভি/আকিব