স্টাফ রিপোর্টার:
সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের গুতিগাঁও এলাকায় তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন রেল কন্ট্রোল ঢাকা। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এই ঘটনা ঘটছে বলে জানা গেছে।
সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে
রেল কন্ট্রোল সূত্রে আরো জানা যায়, লাইনচ্যুত হওয়া তেলবাহী ওয়াগণ উদ্ধার করার জন্য এরই মধ্যে কুলাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। রিলিফ ট্রেন যাওয়ার পরে এখন উদ্ধারকাজ চলছে।
এদিকে কখন নাগাদ এই রেলযোগাযোগ স্বাভাবিক হবে, সে সম্পর্কে কিছুই বলতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধারকাজ শেষ লাইন ক্লিয়ার হলে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
সেরা টিভি/আকিব