অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে পাঠানো করোনা ভ্যাকসিন নিতে অস্বিকৃতি জানিয়েছে হাঙ্গেরি। দেশটির স্থানীয় গণমাধ্যম হাঙ্গেরি টুর্নামেন্টের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পায়। জানা যায় বাংলাদেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনিকার কোভিড -১৯ টি ভ্যাকসিনের ৫০০০ ডোজ সরবরাহ করেছিল, তবে ইউরোপীয় দেশ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তবে ঠিক কি কারনে হাঙ্গেরি এই প্রস্তাব গ্রহণ করবে না তা ব্যাখ্যা না দিলেও হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রনালয় জানিয়েছে ‘ আমরা এই প্রস্তাবের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানাই, কিন্ত আমরা এই টিকা গ্রহন করব না। ট্যাবলয়েড ব্লিক এর ৩ ফেব্রুয়ারীর প্রতিবেদন থেকে জানা যায় বাংলাদেশ অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশনের হাঙ্গেরিয়ান চিকিৎসক এবং সিয়ামীয় যমজ, রাবেয়া এবং রোকাইয়ার সফল বিচ্ছেদকে হাঙ্গেরিয়ান ডাক্তারদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে ৫০০ টি পোড়া ও পুনরুদ্ধারযোগ্য প্লাস্টিক সার্জারির জন্য কৃতজ্ঞতা স্বরূপ দেশটিতে ৫০০০ ডোজ ভ্যাকসিন ডোজ সরবরাহ করেছিল।
এব্যাপারে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে গত ৩১ জানুয়ারি শাহরিয়ার আলম সংসদে বলেছিলেন ইউরোপের দেশ হাঙ্গেরি বাংলাদেশের কাছে পাঁচ হাজার টিকা চেয়েছে৷ এই টিকা পাঠানোর সিদ্ধান্তও নিয়েছে সরকার৷ এছাড়াও দক্ষিণ অ্যামেরিকার দেশ বলিভিয়াও কিছু টিকা চেয়েছে বলে জানান তিনি