স্টাফ রিপোর্টার:
ব্যাডমিন্টন ছাড়া যেন শীত জমেই না আজকাল। শীত এলেই তরুণদের তোড়জোড় শুরু হয়ে যায় ব্যাডমিন্টন খেলার। গ্রাম কিংবা শহর সবখানেই হিড়িক পড়ে যায় খেলাটির। কর্মব্যস্ত জীবনের একটু বিরতিতে সেই ব্যাডমিন্টন খেলার মজা নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন রেজার বাসভবনের সামনে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। খেলায় তার সঙ্গী হন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির।
খেলায় প্রতিপক্ষ দলে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) শাহিন রেজা ও বাঘা স্বাস্থ্য কেন্দ্রের ডা. আক্তরুজ্জামান। খেলাটি দেখতে শত শত মানুষ উপস্থিত হন উপজেলা চত্বরে। অনেকেই মন্তব্য করেন, ‘সরকারি কর্মকর্তা বনাম রাজনৈতিক নেতাদের প্রীতি ম্যাচ দেখলাম। তবে শ্রেষ্ঠ খেলোয়াড় শাহরিয়ার আলম।’ বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু জানান, শীতের হিমেল বাতাসে কাঁপতে কাঁপতে ব্যাডমিন্টন কোর্টে এসে হাতে র্যাকেট ব্যাট উঠিয়ে পোজ দিতে শুরু করেন আমাদের প্রিয় নেতা শাহরিয়ার ভাই। তিনি বলেন, ‘তিনি (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) মাদক থেকে যুব সমাজকে দূরে সরিয়ে আনতে যেকোনো খেলাধুলা পছন্দ করেন সেটা জানতাম, কিন্তু এতো ভালো খেলোয়াড় সেটা জানতাম না। এক কথায় তিনি অলরাউন্ডার।’
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, ‘আমি এখানে যোগদানের পর দু’বছর থেকে শীত মৌসুম এলেই ব্যাডমিন্টন খেলার আয়োজন করি। অনেকেই শীত তাড়াতে এই খেলায় যোগ দেন।’ তিনি বলেন, ‘নিয়মিত যেকোনো খেলায় অংশ নিলে একদিকে যেমন শরীর ভালো থাকে, তেমনিভাবে শরীরের মেদ কমিয়ে শরীর ফিট রাখা যায়। মানসিক প্রশান্তি মেলে।’
সেরা টিভি/আকিব