নিউজ ডেস্ক ঃ
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রান গেল এক বাংলাদেশির। গাড়ি পার্কিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনতলা থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন বলে জানা যায়। তার নাম আরিফ রাজ আজাদ (৩৫)। বাবার নাম মোহাম্মদ মিয়া। বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী গ্রামের ওয়াদ্দার পাড়ায়।
জানা গেছে, গত বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে তিনতলায় গাড়ি পার্কিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আরিফ রাজ আজাদ দুবাইতে কর্মরত ছিলেন এবং দীর্ঘ প্রায় ১২ বছর যাবত আরব আমিরাতে অবস্থান করে আসছিলেন। তিনি দুবাইয়ে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসলেও স্বল্প সময়ের জন্য তার স্ত্রী-পুত্র দেশে গেছেন। তার লাশ দুবাইয়ের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।