স্টাফ রিপোর্টার:
সারা দেশে করোনাভাইরাসের টিকা প্রয়োগ শুরুর তৃতীয় দিন মঙ্গলবার টিকা নিয়েছেন ১ লাখ ১ হাজার ৮২ জন।
রোববার সারা দেশে গণটিকাদান শুরু হয়। এরপর এ নিয়ে গত তিন দিনে সারা দেশে মোট ১ লাখ ৭৯ হাজার ৩১৮ জন করোনাভাইরাসের টিকা নিলেন। প্রথম দুদিনে টিকা নিয়েছিলেন ৭৭ হাজার ৬৬৯ জন মানুষ।
তৃতীয় দিন মঙ্গলবার রাজধানী ঢাকার ৪৭টি হাসপাতালে ১২ হাজার ৫১৭ জন টিকা নিয়েছেন।
অন্যদিকে বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি টিকা নিয়েছেন ঢাকা বিভাগে, ২৫ হাজার ২২০ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩ হাজার ৫৪৪ জন, রাজশাহী বিভাগে ১৩ হাজার ১১৪ জন, রংপুর বিভাগে ১০ হাজার ২৩৭ জন, সিলেট বিভাগে ৮ হাজার ৫৫৯ জন, খুলনা বিভাগে ১১ হাজার ৩৭২ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ১৮১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৮৫৫ জন টিকা নিয়েছেন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল ইনফরমেশন সার্ভিসেস (এমআইএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার টিকা নেওয়াদের মধ্যে ২০৭ জনের ‘সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া’ দেখা দিয়েছে। এর আগে সোমবার টিকা নেওয়া ৯২ জন এবং রোববার টিকা নেওয়া ২১ জনের ‘সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া’ দেখা যাওয়া ছাড়া বড় কোনো সমস্য হয়নি।
প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত দেশের এক হাজারের বেশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে।
টিকা নিতে আগ্রহীদের www.surokkha.gov.bd- এই ঠিকানায় গিয়ে নিবন্ধন করতে হচ্ছে।
সেরা টিভি/আকিব