স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে গৃহবধূকে (২৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) ওই গৃহবধূ বাদি হয়ে অজ্ঞাত আসামির নামে মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোনারগাঁ থানার কলতাপাড়া এলাকার গার্মেন্টর্সকর্মী এক গৃহবধূ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে বন্দর উপজেলার মদনপুরে অবস্থিত ইপিলিয়ন গ্রুপে চাকরির জন্য আসেন।
গার্মেন্টসের সামনে ওই গৃহবধূকে দাঁড়িয়ে থাকতে দেখে অজ্ঞাতনামা এক ব্যক্তি তাকে চাকরি দেয়ার কথা বলে জনৈক হাজী আলাউদ্দিন মিয়ার টিনশেড ঘরে নিয়ে যান। পরে সেখানে তাকে ধর্ষণ করে ওই ব্যক্তি পালিয়ে যান।
বিষয়টি গার্মেন্টসকর্মী গৃহবধূ মোবাইলে স্বামী ইসমাইলকে জানান। তিনি ঘটনাস্থলে এসে স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরদিন বুধবার (১০ ফেব্রুয়ারি) ওই গৃহবধূ বাদি হয়ে মামলা দায়ের করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক কুমার সাহা জানান, ‘চাকরি দেয়ার কথা বলে ওই নারীকে ধর্ষণ করেছে অজ্ঞাত ব্যক্তি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
সেরা টিভি/আকিব