চতুর্থ দিনে দেশে টিকা গ্রহণ করেছেন দেড় লাখেরও বেশি মানুষ - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
চতুর্থ দিনে দেশে টিকা গ্রহণ করেছেন দেড় লাখেরও বেশি মানুষ - Shera TV
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

চতুর্থ দিনে দেশে টিকা গ্রহণ করেছেন দেড় লাখেরও বেশি মানুষ

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার:

জাতীয়ভাবে করোনাভাইরাসের টিকা নেওয়ার চতুর্থ দিনে সারাদেশে টিকা গ্রহণ করেছেন ১ লাখ ৫৮ হাজার ৪৫১ জন। এর আগেরদিন এই সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ৮২ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি টিকাদান কার্যক্রম শুরুর প্রথম দিন সারাদেশে টিকা নেন ৩১ হাজার ১৬০ জন। আর গণটিকাদানের দ্বিতীয় দিনে সোমবার ৪৬ হাজার ৫০৯ জন টিকা নিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরে টিকা নিয়েছেন ৪০ হাজার ৯০৭ জন। তাদের মধ্যে পুরুষ ২৮ হাজার ২৯২ জন এবং নারী ১২ হাজার ৬১৫ জন।

বুধবার ঢাকা মহানগরীসহ ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ১২ হাজার ৬৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ৭ হাজার ৫৪৯ জন, চট্টগ্রাম বিভাগের ৩৭ হাজার ৪৫৮জন, রাজশাহী বিভাগে ১৭ হাজার ৯৭১ জন, রংপুর বিভাগে ১৪ হাজার ২২৪ জন, খুলনা বিভাগে ১৭ হাজার ১১৫ জন, বরিশাল বিভাগে ৬ হাজার ১৪৭ জন এবং সিলেট বিভাগে টিকা নিয়েছেন ১৭ হাজার ৮০ জন।

গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল উপস্থিতিতে পাঁচজনকে টিকা দেওয়া হয়। পরে ৭ ফেব্রুয়ারি শুরু হয় জাতীয়ভাবে টিকাদান কার্যক্রম।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360