স্পোর্টস ডেস্ক ঃ শুরু হতে যাচ্ছে বাংলাদেশ- ভারত দ্বিপাক্ষিক সিরিজ। আর বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই টানটান উত্তেজনা। ২০০৭ বিশ্বকাপের পর থেকে ভারতীয় ভক্তরা সমীহ করে বাংলাদেশকে। আর ২০১৫ বিশ্বকাপের পর থেকে ভারতের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে বাংলাদেশী দর্শকরা। যার ফলে দুই দলের মুখোমুখি লড়াই এখন পরিণত হয়েছে দর্শকদের উন্মাদনা কেন্দ্রবিন্দুতে।
বাংলাদেশের এই সফরে তিনটি টি-২০ এবং দুটি টেস্ট আয়োজিত হবে। আগামীকাল প্রথম টি-২০ ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। বিশ্বজুড়ে ১২টি টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন অনলাইন প্লাটফর্মে দেখা যাবে সিরিজের ম্যাচগুলো।
বাংলাদেশী দর্শকরা গাজী টিভিতে সিরিজের সব ম্যাচ দেখতে পারবে। আর অনলাইনে ম্যাচগুলো দেখাবে র্যাবিট হোল বিডি ও তাদের ইউটিউব চ্যানেল।এছাড়া প্রথম আলো তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রথমবারের মত সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ সসম্প্রচার করবে এই সিরিজে।
ভারত এবং উপমহাদেশের বাকি দেশে সিরিজ দুটি সম্প্রচার করা হবে স্টার স্পোর্টসে।
বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে সফরের প্রথম টি-২০ ম্যাচ।