সেরা টেক ডেস্ক:
প্রযুক্তি খাতে ক্রমশ এগিয়ে যাচ্ছে ভারত। মোবাইল অ্যাপ্লিকেশন তৈরিতে তারা বেশ এগিয়ে আছে। এমন ধারাবাহিকতায় এবার জনপ্রিয় সামাজিক যোগাযোমাধ্যম টুইটারের বিকল্প একটি অ্যাপ তৈরি করেছে তারা। ”কু অ্যাপ” (Koo App) নামের এই মাইক্রোব্লগিং সাইটটির ব্যবহারও ব্যাপকভাবে বাড়তে শুরু করেছে। গত বছর বেঙ্গালুরুর অপরমেয় রাঁধাকৃষ্ণ নামের এক যুবক এই অ্যাপটি তৈরি করেন। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েল এক টুইট বার্তায় জানান, তিনিও দেশে তৈরি মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম কু অ্যাপ ব্যবহার শুরু করেছেন। অপর এক টুইট বার্তায় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত জানান, তিনিও এই অ্যাপে একাউন্ট খুলেছেন।
জানা গেছে, সম্প্রতি টুইটার এবং ভারত সরকারের মধ্যে কিছু বিষয় নিয়ে বিবাদের সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে এর রেশ ধরেই কু অ্যাপের জনপ্রিয়তা বাড়ছে। সবাই চাইছেন, একটি বিকল্প দেশি অ্যাপ। কু অ্যাপের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো- এটিতে ব্যবহারকারীরা সর্বোচ্চ ৪০০ ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন।
সেরা টিভি/আকিব