স্পোর্টস ডেস্ক ঃ আগামীকাল থেকে শুরু হচ্ছে বহুকাঙ্ক্ষিত টি-টোয়েন্টি সিরিজ।ভারতের দলনেতা রোহিত শর্মা আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই বর্ণনা করেছেন।তিনি পুরো সংবাদ সম্মেলনেই বাংলাদেশ টিমকে বেশ সমীহ করেছেন। এমনকি দলের মূল দুই খেলোয়াড় সাকিব আল হাসান ও তামিম ইকবালের অনুপস্থিতিকেও খুব একটা গুরুত্ব দিচ্ছেন না রোহিত।
পৃথক দুটি কারণে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ ভারত সফরে নেই সাকিব ও তামিম। তাঁদের অনুপস্থিতির কথা জেনেও রোহিতের মনে হচ্ছে বাংলাদেশ লড়াই করবে সিরিজে, ‘আমি জানি ওদের স্কোয়াডে খুবই গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় নেই। কিন্তু দলে ভালো মানের আরও অনেক খেলোয়াড় আছে এবং তারা যে কাউকে হারাতে পারে।’
টি-টোয়েন্টিতে ভারতকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ। কিন্তু নিকট অতীতে বেশ কয়বার তাদের বিপদে ফেলেছিল বাংলাদেশ। সে অভিজ্ঞতার কথা ভোলেননি রোহিত। এ কারণেই সাকিব-তামিমবিহীন বাংলাদেশকে নিয়েই সতর্ক তাঁরা, ‘বাংলাদেশ খুব, খুব ভালো দল। আমরা সবাই দেখেছি ওরা কেমন প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। ঘরে বা প্রতিপক্ষের মাঠে ওরা খুবই শক্তিশালী দল। ওরা সব সময় আমাদের চাপে ফেলে। ওদের আমরা কখনো অন্যভাবে দেখি না।’
আগামীকাল শুরু হতে যাচ্ছে প্রথম টি২০। রাত ৮ টা দিল্লীর অরুন জেটলি ( প্রাক্তন ফিরোজ শাহ কোটলায়) স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।