স্পোর্টস ডেস্ক ঃ আজ থেকে শুরু হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ।টি২০ দিয়ে সফর শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। সন্ধ্যা সাড়ে সাতটায় নয়াদিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ।
প্রথমবারের মতো ভারতের মাঠে ৩টি টি-টোয়েন্টি সিরিজ ও ২টি টেস্ট খেলবে টাইগাররা। আর এই পূর্ণাঙ্গ সিরিজে নেই পঞ্চপাণ্ডবদের দুইজন সাকিব আল হাসান ও তামিম ইকবাল।আর মাশরাফি তো টি২০ থেকে অবসরই নিয়েছেন। খেলছেন না তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তার ওপর দিল্লির বায়ুদূষণ।
এমতাবস্থায় ভারতের বিপক্ষে টাইগারদের একাদশ কেমন হতে পারে সেটি নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। তামিম নেই বলে শুরুতেই একটা প্রশ্ন উঠছে, ওপেনিংয়ে কে হবেন লিটনের সঙ্গী? সৌম্য না কি তরুণ নাইম শেখ। এক্ষেত্রে সম্ভাবনা সৌম্য সরকারের। কারণ অতীত পারফর্ম বিচারে জায়গা করে নিবেন তিনি। ফলে অভিষেকের অপেক্ষা বাড়ছে।
ওয়ানডাউনে সাকিবের অভাব কে পূরণ করবে সেটা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে। এক্ষেত্রে দেখা যেতে পারে মোহাম্মদ মিথুনকে। যেহেতু কোচ জানিয়ে দিয়েছেন, সাকিবের পরিবর্তে একাদশে দুইজনকে খেলাবেন। সেই হিসেবে স্পিনার তাইজুলকে অথবা আরাফাত সানিকে দেখা যেতে পারে। তবে এখানে আরাফাত সানি এগিয়ে তার লাইন লেংথ ও কৃপণ বলিং করার দক্ষতার জন্য।
এছাড়া চারে খেলবেন মুশফিকুর রহিম। আর পাঁচ/ছয়ে নম্বরের ম্যাচের সিচুয়েশন অনুযায়ী অধিনায়ক মাহমুদউল্লাহ কিংবা আফিফকে দেখা যেতে পারে। তাছাড়া সাতে খেলবেন মোসাদ্দেক হোসেন।
পেসারদের মধ্যে মুস্তাফিজ এর সাথে সফিউলকেই এগিয়ে রাখা হচ্ছে। তবে উইকেট পেস বান্ধব হলে তাইজুলকে কিংবা আরাফাত সানিকে না খেলিয়ে আবু হায়দার রনিকেও দলে নেয়া হতে পারে।
সম্ভাব্য একাদশ ঃ
সৌম্য, লিটন, আফিফ, মুশফিক, মাহমুদুল্লাহ, মিথুন, মোসাদ্দেক, আমিনুল বিপ্লব,আরাফাত সানি,মুস্তাফিজ, সাফিউল।