নিউজ ডেস্ক ঃ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারি পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস আসছে বাংলাদেশ সফরে। আগামী মঙ্গলবার তার ঢাকায় আসার সময় নির্ধারণ করা হয়েছে। গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এলিস ওয়েলস নভেম্বরের প্রথম সপ্তাহজুড়ে বাংলাদেশ ও থাইল্যান্ড সফর করবেন। তিনি থাইল্যান্ডে ইন্দো-প্যাসিফিক বিজনেস ফোরামে যোগ দেবেন। সেখান থেকে ঢাকায় আসবেন।
ঢাকা সফরকালে এলিস ওয়েলস পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। সফর শেষে আগামী বৃহস্পতিবার তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।