৫৮ পোটলায় পেটের ভেতরে ছিল ২ হাজার ৯শ পিস ইয়াবা - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
৫৮ পোটলায় পেটের ভেতরে ছিল ২ হাজার ৯শ পিস ইয়াবা - Shera TV
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

৫৮ পোটলায় পেটের ভেতরে ছিল ২ হাজার ৯শ পিস ইয়াবা

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ২ হাজার ৯শ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার দেওভোগ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতরা হলো মো. রমজান হোসেন জয় (৩০) ও মো. রাজিব হোসেন (২৫)।

আসামি রমজান উপজেলার সাদীপুর ইউনিয়নের দেওভোগ এলাকার হাসান আলীর ছেলে এবং রাজিব একই উপজেলার সাহাপুর এলাকার আলাউদ্দিনের ছেলে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‍্যাব-১১ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, আসামিরা ইয়াবা পাচারকারী। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ইয়াবা পাচার করে আসছে। গতকাল রাতে উক্ত ইয়াবা পাচারকারীরা অভিনব কৌশলে পেটের ভিতরে করে ইয়াবা নিয়ে যাত্রীবাহী বাসযোগে কক্সবাজার থেকে নারায়ণগঞ্জ রওনা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল মঙ্গলবার দুপুরে রমজান হোসেন (৩০) এর বাড়িতে অভিযান চালায়। অভিযানে রমজান ও রাজিবের পেট থেকে বের করা অবস্থায় লাল ও কালো টেপ দিয়ে মোড়ানো ছোট ছোট ৫৮টি ইয়াবার পোটলা বের করা হয়। যার প্রত্যেকটিতে ৫০ পিস করে মোট ২ হাজার ৯শ পিস ইয়াবা আছে।

তিনি আরো বলেন, রমজান ও রাজিব এর বিরুদ্ধে পূর্বে সোনারগাঁ থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360