স্টাফ রিপোর্টার:
যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ১০০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। যার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের স্টেশন কমান্ডার লে. এম আসাদুজ্জামানের নেতৃত্বে বরিশাল থেকে ঢাকাগামী ফারহান-০৪ ও ফারহান-০৬ লঞ্চে অভিযান চালিয়ে আনুমানিক ৪ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সামিউল ইসলাম এবং মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এম আশিকুর রহমানের উপস্থিতিতে জব্দ জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সেরা টিভি/আকিব