অনলাইন ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেয়ের হাতে মা খুন হয়েছেন। আজ রবিবার সকাল ১১টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউপির দশানী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম রহিমা বেগম (৫৫)। তাকে আহত অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রহিমা বেগমের ছোট মেয়ে পপি আক্তার বলেন, সকালে আমার মা কাপড় সেলাই করেছিলেন। তখন আমার বোন পাপিয়া এসে টাকা চায়, মা টাকা না দিলে আমার বোন কাপড় কাটার কাঁচি আমার মায়ের পেটে ঢুকিয়ে দেয়।
পপি আক্তার আরো বলেন, পাপিয়া দীর্ঘদিন ধরেই মাদক সেবন করে। সে প্রায় সময় টাকার জন্য আমাদেরকে বিভিন্নভাবে বিরক্ত করত। এর আগেও একবার মাকে খুন করার চেষ্টা করেছিল পাপিয়া।
আইয়ুবপুর ইউপি সদস্য মো. সবুজ বলেন, তারা (নিহত মা ও মেয়েরা) মিলে একই সঙ্গে মাদক সেবন করত। তাদের জন্য এলাকায় অনেক নারী-পুরুষ মাদক সেবনের সঙ্গে যুক্ত হয়ে পড়ে।
বাঞ্ছারাপুর মডেল থানার ওসি মো. রাজু আহমেদ বলেন, মেয়ে পাপিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সেরা টিভি/আকিব