২৯ পৌরসভায় মেয়র হলেন যারা - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
২৯ পৌরসভায় মেয়র হলেন যারা - Shera TV
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

২৯ পৌরসভায় মেয়র হলেন যারা

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার:

বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে ২৯ পৌরসভায় ভোট গ্রহণ শেষ হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হয়েছে। সারাদেশে প্রতিনিধিদের পাঠানো সংবাদে বিস্তারিত তুলে ধরা হলো—

বগুড়া (ষ্টাফ রিপোর্টার): বগুড়া পৌরসভায় মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী রেজাউল করিম বাদশা বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন।

রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৮২ হাজার ২১৭ ভোট। তার নিকতম প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ জগ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৯০ ভোট। আওয়ামী লীগের প্রার্থী ওবায়দুল হাসান ববি নৌকা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৮৯ ভোট।

রংপুর (স্টাফ রিপোর্টার) : রংপুরের বিড়ি শিল্পনগরী কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর নির্বাচনে আওয়ামীলীগের বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী এরশাদুল হক এরশাদ (নারিকেল গাছ) বে সরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। এরশাদুল হক নারিকেল গাছ প্রতীক নিয়ে তিনি ১৭ হাজার ২৬০ ভোট পেয়ে বেসরকারী ভাবে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র হাকিবুর রহমান। তিনি পেয়েছেন ৭ হাজার ১৭৩ ভোট।

মাদারগঞ্জ(জামালপুর) প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ পৌরসভা নিবার্চনে আওয়ামী লীগ মনোনিত মির্জা গোলাম কিবরিয়া কবির (নৌকা)১৩,৩৬০ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপি মনোনিত মো. আব্দুল গফুর (ধানের শীষ) পেয়েছেন ১০৬৩ ভোট ।

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার মেয়র পদে হাজী আব্দুল লতিফ বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকে ১২৮৬৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোবাইল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মোস্তফা কামাল পেয়েছেন ৩৯৭৯ ভোট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. ফারুক হোসেন মিয়াজী পেয়েছেন ২৯৮০ ভোট।

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা: পৌরসভা নির্বাচনে মতলব পৌরসভার মেয়র পদে আবারো আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওলাদ হোসেন লিটন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হলেন।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আওলাদ হোসেন লিটন নৌকা প্রতীক নিয়ে ২০ হাজার ৬শ ৯৪ ভোট পেয়েছেন।। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক বাদল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯শ ৭৯ ভোট।

মাদারীপুর প্রতিনিধি: রবিবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় পৌরসভার নির্বাচন মাদারীপুরে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মনিরুজ্জামান জানান, নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী ও বর্তমান মেয়র খালিদ হোসেন ইয়াদ পুনরায় (৩য় বার) মেয়র নির্বাচিত হয়েছেন।

জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলার ইসলামপুর পৌরসভায় নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী মো. আব্দুল কাদের সেখ (নৌকা প্রতীক) নিয়ে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১৪ হাজার ১৯১ ভোট। আব্দুল কাদের শেখ তিনি টানা মেয়র তৃতীয়বারের ন্যায় নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত (ধানের শীষ প্রতীক) মো. রেজাউল করিম ঢ়ালী তিনি পেয়েছেন ৩হাজার ৮৫১ ভোট।

জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলার মাদারগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মির্জা গোলাম কিবরিয়া কবির নৌকা প্রতীক নিয়ে ১১ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শাহ মো.ওয়ারেছ আলী মামুন (ধানের শীষ প্রতীক) নিয়ে ভোট পেয়েছেন ২হাজার ১৫৬ ভোট। এছাড়া ইসলামী আন্দোলনের (হাতপাখা প্রতীক) মুফতি মো. মোস্তফা কামাল পেয়েছেন ৬০১ ভোট।

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এস.এম রবীন হোসেন নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো মেয়র হিসেবে জয়লাভ করেছেন। বেসরকারি ফলাফলে নৌকা প্রতীক নিয়ে রবিন হোসেন পেয়েছেন ১৩ হাজার ৭৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী সতন্ত্র নারিকেল গাছ প্রতীকের প্রার্থী মো. লুৎফুর রহমান পেয়েছেন ১০ হাজার ২২৫টি ভোট।

ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা: পঞ্চম ধাপের ইসলামপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে মো. আব্দুল কাদের শেখ ১৪ হাজার ১শ ৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রতীক প্রার্থী মো. রেজাউল করিম ঢালী পেয়েছেন ৩ হাজার ৮শ ৫১ ভোট।

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা : নান্দাইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো: রফিক উদ্দিন ভূঁইয়া ১০ হাজার ৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির প্রার্থী এ. এফ. এম আজিজুল ইসলাম পিকুল ৬ হাজার ৭শ ৪৯ ভোট পেযেছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিসেস নায়ার কবির। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৫শ ৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হক ভুঁইয়া মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৩শ ৬১ ভোট। এছাড়া ধানের শীষ প্রতীকে মো. জহিরুল হক খোকন পেয়েছেন ৮ হাজার ১৩২ভোট।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360