স্টাফ রিপোর্টার:
গবেষণা প্রবন্ধ জালিয়াতিতে সম্পৃক্ত থাকার বিষয়টি অস্বীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া রহমান।
মানচিত্র
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। এরই সূত্র ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষকতা পেশায় পদাবনতির সিদ্ধান্তের বিপক্ষেও যুক্তি তুলে ধরেন সামিয়া রহমান।
ষড়যন্ত্রের শিকার দাবি করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে। অভিযোগ করেন, একই অপরাধে অভিযুক্ত হয়েও শিক্ষক সৈয়দ মাহফুজুল হক মারজানকে দুই বছর পদোন্নতি বন্ধ করা হয়েছে। কিন্তু তাকে কেন পদাবনতি দেয়া হলো সেই প্রশ্নও উত্থাপন করেন তিনি। এ ব্যাপারে আদালত ও রাষ্ট্রপতির প্রত্যক্ষ হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সেরা টিভি/আকিব