বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার দাবিতে আমরন অনশন কর্মসুচি তুলে নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৬তম আবর্তনের আন্দোলনকারি শিক্ষার্থীরা। রবিবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠক শেষে এই অনশন কর্মসূচি তুলে নেয় শিক্ষার্থীরা। এর আগে রবিবার বিকাল ৩টার দিকে রেজিস্ট্রার ভবনের সামনে দ্রুত ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ করার দাবিতে আমরন অনশনে বসেন ৪৬তম আবর্তনের শিক্ষার্থীরা। এ ঘটনায় দফায় দফায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে প্রক্টর ও শিক্ষক প্রতিনিধি দল।
শিক্ষার্থীরা এসময় উপস্থিত শিক্ষকদের কাছে তাদের দাবি তুলে ধরে। রাতে দাবিগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অনশন তুলে নেন।
সেরা টিভি/আকিব