ফেসবুকের চমক: এলো নতুন অ্যাপ - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
ফেসবুকের চমক: এলো নতুন অ্যাপ - Shera TV
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন

ফেসবুকের চমক: এলো নতুন অ্যাপ

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

সেরা টেক ডেস্ক:

টিকটকের সঙ্গে পাল্লা দিতে গত বছর ইনস্টাগ্রামে রিলস নামক একটি ফিচার নিয়ে আসে ফেসবুক। এর মাধ্যমে ইনস্টাগ্রামে ১৫ সেকেন্ডের শর্ট ভিডিও তৈরি করা যায়। কিন্তু রিলস ফিচারটি ব্যবহার করে আপনি যদি আর মজা না পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য ফেসবুক এবার নিয়ে এসেছে একই ধরনের আরেকটি পরিষেবা। যদিও এবার নতুন চমক রয়েছে।

সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের নতুন অ্যাপ ‘বারস’। এটি দেখতে অনেকটা টিকটকের মতো মনে হলেও, মূলত র‌্যাপারদের টার্গেট করেই এই অ্যাপ আনা হয়েছে। অ্যাপটি তৈরি করেছে ফেসবুকের নিউ প্রোডাক্ট এক্সপেরিমেন্টেশন (এনপিই) আরঅ্যান্ডডি টিম। আপাতত বেটা টেস্টের জন্য এই অ্যাপ উন্মুক্ত করা হয়েছে।

বারস অ্যাপে এমন কিছু টুল রয়েছে, যার সাহায্যে র‌্যাপ ভিডিও তৈরি করে আপলোড করা যাবে। এর জন্য বিশেষ কোনো দক্ষতার প্রয়োজন হবে না। আগে থেকেই বিট রেকর্ড করা থাকবে এই অ্যাপে। সেই বিট অনুযায়ী র‍্যাপাররা নিজেদের কথা বসিয়ে দিতে পারবেন। ফেসবুক ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।

বারসের কমিউনিটি ম্যানেজার ডিজে আইয়ার এক ব্লগ পোস্টে বলেন, ‘এই অ্যাপের মাধ্যমে র‍্যাপ তৈরি করার জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।’

কেবল প্রি-রেকর্ডেড বিট নয়, বারস অ্যাপে থাকবে রাইমিং ডিকশনারি। এছাড়াও থাকবে একটি চ্যালেঞ্জ মোড। যার সাহায্যে ব্যবহারকারীরা ফ্রিস্টাইলের ক্ষেত্রে নিজের যোগ্যতা দেখা পারবেন। এর পাশাপাশি অসংখ্য অডিও এবং ভিজ্যুয়াল ফিল্টার থাকবে এই অ্যাপে। এছাড়াও প্রি-লোডেড টুলস হিসেবে ক্লিন, অটো-টিউন, ইম্যাজিনারি ফ্রেন্ডস এবং এএম রেডিও (প্রফেশনাল স্টাইলে র‌্যাপ রেকর্ড) ফিচার বারস অ্যাপে যুক্ত থাকবে।

র‍্যাপ ভিডিও তৈরি করার পর তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে। বারস অ্যাপটি আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপ স্টোরে সীমিত সংখ্যক আইওএস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360