দ্বিতীয় দিনেও অচল রাজশাহী - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
দ্বিতীয় দিনেও অচল রাজশাহী - Shera TV
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন

দ্বিতীয় দিনেও অচল রাজশাহী

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে বিভাগীয় সম্মেলনকে সামনে রেখে অঘোষিত বাস ধর্মঘটের দ্বিতীয় দিন মঙ্গলবারও সড়ক পথ অচল হয়ে পড়েছে। বন্ধ রয়েছে সব রুটের পরিবহন। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

তবে ঠিক কখন নাগাদ আবার বাস চলাচল শুরু হবে সে ব্যাপারে কেউ স্পষ্ট করে কিছু বলতে পারছেন না।

সকালে রাজশাহী শিরোইলে থাকা ঢাকা বাস টার্মিনাল ও নওদাপাড়ায় থাকা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে- সবধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। শিরোইল বাসটার্মিনাল থেকে প্রথম দিনের মতো দ্বিতীয় দিন মঙ্গলবারও রাজশাহী থেকে ঢাকার পথে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।

অপরদিকে নওদাপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আন্তঃজেলাসহ কোনো রুটের বাস ছেড়ে যায়নি। তবে টার্মিনালগুলোতে বাস কাউন্টার খোলা রয়েছে।

এদিকে, আকস্মিক এ পরিবহন ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। কাল থেকে শুরু হওয়া এ ধর্মঘট কবে এবং কখন নাগাদ শেষ হবে তাও বলতে পারছেন না কেউই।

এদিকে উন্মুক্ত তিনটি স্থানের যে কোনো একটিতে যে কোনো মূল্যে বিভাগীয় সমাবেশ করার কথা ঘোষণা করেছে বিএনপি। সোমবার দুপুরে রাজশাহীর একটি কনভেনশন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপি নেতৃবৃন্দ।

অন্যদিকে শান্তিভঙ্গের আশঙ্কায় রাজশাহী মহানগর পুলিশ নগরীর মাদ্রাসা মাঠ সংলগ্ন নাইস কনভেনশন হল নামের একটি কমিউনিটি হলে বিএনপি রাজশাহী বিভাগীয় বিভাগীয় সমাবেশের অনুমতি দিয়েছে। আজ বিকালে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

বিএনপির সমাবেশের আগেরদিন রাজশাহী থেকে বিভিন্ন আন্তঃজেলা রুটে আকস্মিকভাবে গণপরিবহন বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন।

বিএনপি বলছে, বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে নেতাকর্মীদের চলাচল বন্ধ করতেই পরিকল্পিতভাবে পরিবহন বন্ধ করা হয়েছে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360