সেরা টেক ডেস্ক:
শেষ কয়েক বছরে সাইবার যুদ্ধে অনেকটা জায়গা দখল করেছে চীন। সম্প্রতি মাইক্রোসফট সংস্থা বড় অভিযোগ করেছে চীনের বিরুদ্ধে। মাইক্রোসফট অভিযোগ করে বলেছে, চীনের সঙ্গে সংযুক্ত হ্যাকারদের একটি দল তাদের জনপ্রিয় ই-মেইল সেবা হ্যাক করেছে।
একটি ব্লগ পোস্টে কোম্পানিটি বলেছে, তাঁদের সফটওয়্যারের চারটি দুর্বলতা হ্যাকারদের মাইক্রোসফট এক্সচেঞ্জের সার্ভারে প্রবেশের অনুমতি দেয়। এর ফলে তাঁরা ইমেইল অ্যাকাউন্টে প্রবেশাধিকার পায়। দীর্ঘমেয়াদী প্রবেশাধিকারের জন্য তারা অতিরিক্ত ম্যালওয়্যার স্থাপন করেছে। কোম্পানিটি আরও বলেছে, তাঁরা বিশ্বাস করে যে ‘হাফনিয়াম’ এই হামলা চালিয়েছে, যারা চীনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কাজ করে।
মার্কিন সংস্থার অভিযোগের জবাব দিতে গিয়ে চীনের বিদেশ মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন। যে কোনোরকম সাইবার ক্রাইম, চুরি, হ্যাকিং বা প্রযুক্তির ওপর নির্ভরশীল মানুষের জীবনের ক্ষতি হতে পারে এমন পদক্ষেপ সমর্থন করে না চীন। তবে প্রমাণ ছাড়া এমন অভিযোগ ঠিক নয় বলে জানিয়েছে তারা। সংস্থাটি যদি প্রমাণ করতে পারে চীনের হ্যাকারদের দ্বারা এই কাজ হয়েছে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিয়েছেন ওই মুখপাত্র।
কিন্তু সাইবার বিশেষজ্ঞরা মনে করেন চীন আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে এতটাই এগিয়ে গিয়েছে মাইক্রোসফট সহজে প্রমাণ করতে পারবে না চীনের হাত থাকার কথা। বিখ্যাত মার্কিন টিভি চ্যানেল সিএনএন জানিয়েছে হাফনিয়ামের সঙ্গে এটাই মাইক্রোসফটের প্রথম ঝামেলা নয়। এর আগেও তাঁরা এই হ্যাকার গ্রুপের হামলার শিকার হয়েছে।
সেরা টিভি/আকিব