স্টাফ রিপোর্টার:
ঢাকার সাভারে উপজেলা পরিষদের ব্যবস্থাপনাধীন হাট-বাজারের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০টায় সাভার উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ নেতা পাভেলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটক পাভেল সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থল থেকে সাভার মডেল থানা পুলিশের এসআই সাদরুজ্জামান বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িত তিনজনকে আটক করে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে
সেরা টিভি/আকিব