কুঁড়িয়ে পাওয়া ১৮ লাখ টাকা ফেরত দিল রিক্সাচালক - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
কুঁড়িয়ে পাওয়া ১৮ লাখ টাকা ফেরত দিল রিক্সাচালক - Shera TV
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

কুঁড়িয়ে পাওয়া ১৮ লাখ টাকা ফেরত দিল রিক্সাচালক

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১

অনলাইন ডেস্ক:

রাজধানীর ভাটারা থানাধীন কোকাকোলার ঢালীবাড়ী এলাকায় রাস্তায় পড়েছিল একটি ব্যাগ। সেদিক দিয়েই যাচ্ছিলেন রিকশাচালক মো. ইউনুস। ব্যাগটি দেখতে পেয়ে তুলে দেখেন প্রচুর টাকা। তখন ব্যাগটি নিয়ে চলে যান ইউনুস। তবে ব্যাগভর্তি এত টাকা থাকা সত্ত্বেও একটি টাকা খরচ করেননি ইউনুস। নিজের হেফাজতে রেখে টাকার মালিককে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। পরে টাকার খুঁজে অভিযানে নামা পুলিশের মাধ্যমে টাকাগুলো মালিকের হাতে তুলে দেন তিনি।

ঘটনাটি গত ৮ মার্চ রাত সাড়ে ১০টার দিকে ঘটে। রাজধানীর ভাটারা থানাধীন কোকাকোলা মোড় থেকে এক গাড়ি ব্যবসায়ী সঙ্গে ১৮ লাখ টাকা ও একজন সহকারীকে নিয়ে রিকশায় চড়ে বাসায় ফিরছিলেন। কোকাকোলা এলাকার ঢালীবাড়ী পৌঁছে টাকার ব্যাগটি ভুলে রিকশা রেখে নেমে যান।

ওই গাড়ি ব্যবসায়ী বাসার গেটে যাওয়ার পর মনে পড়ে তিনি টাকার ব্যাগ রিকশায় ফেলে এসেছেন। দ্রুত দৌঁড়ে গিয়ে যেখানে তিনি নেমেছিলেন, ওই স্থানের আশেপাশে কোথাও রিকশাচালককে খুঁজে পাননি। ব্যাগটিতে গাড়ি বিক্রির ১৮ লাখ টাকা ছিল। উপায় না পেয়ে ভুক্তভোগী ব্যবসায়ী পুলিশের দারস্থ হন। ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি)।

জিডিতে ব্যবসায়ী বলেন, হারিয়ে যাওয়া ব্যাগটিতে ১৮ লাখ টাকা রয়েছে। এসব টাকা তার নিজের শো রুমের গাড়ি বিক্রির।

বুধবার সন্ধ্যায় ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান যুগান্তরকে এসব তথ্য জানিয়েছেন।

ওসি বলেন, ওই ব্যবসায়ীর জিডি পরই আমরা পুরো এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখি। ফুটেজে দেখা যায়, ওই ব্যবসায়ী রিকশা থেকে নামার সময় টাকার ব্যাগটি রিকশাতেই রেখে যান। ব্যাগটি যে যাত্রী রেখে গেছেন সেটি ওই রিকশাচালকও জানতেন না। ওই সময় চালক পুনরায় চালাতে শুরু করলে রিকশা থেকে ব্যাগটি পড়ে যায়। তখন ফুটেজে দেখা যায়, ওই ব্যাগটির ওপর দিয়ে কয়েকটি রিকশা গেছে, কিন্তু কেউ তুলেনি। পরে আরেকজন রিকশাচালক এসে ব্যাগটি তুলে দেখেন ভেতরে টাকা। এই টাকা ফুটেজেও দেখা যাচ্ছিল। তারপর টাকার ব্যাগটি নিয়ে ওই রিকশাচালক সোজা চলে যান।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360