পুলিশে নিয়োগ পেল ১৩ জন ট্রান্সজেন্ডার - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
পুলিশে নিয়োগ পেল ১৩ জন ট্রান্সজেন্ডার - Shera TV
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন

পুলিশে নিয়োগ পেল ১৩ জন ট্রান্সজেন্ডার

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১

অনলাইন ডেস্ক:

ভারতের ছত্তিশগড় পুলিশ বাহিনীতে একসঙ্গে ১৩ জন রূপান্তরকামীকে (ট্রান্সজেন্ডার) নিয়োগ দেওয়া হয়েছে। তাদের নিয়োগ দেওয়া হয় পুলিশের কনস্টেবল পদে। শনিবার ভারতের সংবাদসংস্থা এএনআইয়ের পক্ষ থেকে টুইট করে এ খবর জানানো হয়েছে।

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ছত্তিশগড় কনস্টেবল রিক্রুটমেন্ট পরীক্ষার মাধ্যমে ওই ১৩ জনকে নিয়োগ করা হয়েছে। তাঁদের মধ্যে আটজন রায়পুরের বাসিন্দা। রাজনন্দগাঁও জেলা থেকে দু’জন এবং বিলাসপুর, কোরবা ও সুরগুজা জেলা থেকে একজন করে রূপান্তরকামী ছত্তিশগড় পুলিশে কনস্টেবল পদে চাকরি পেয়েছেন।

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সোনিয়া নামে তাঁদেরই একজন বলেন, আমাদের কাছে এটা অনেক বড় সুযোগ। আমরা এজন্য পুলিশকে ধন্যবাদ জানাতে চাই। ছত্তিশগড় পুলিশের এই উদ্যোগের জন্য সমাজে আমাদের যেভাবে দেখা হয়, তাতে অবশ্যই বদল আসবে।

২০১৭-১৮ সালে ছত্তিশগড় পুলিশে কনস্টেবল নিয়োগের পরীক্ষাটি নেওয়া হয়েছিল। চলতি মাসেই তার ফল বেরিয়েছে। পরীক্ষায় বসেছিলেন মোট ২০ জন রূপান্তরকামী। তাতে পাস করলেন ১৩ জন। এখনও পর্যন্ত ভারতে মাত্র দু’জন রূপান্তরকামী পুলিশে যোগ দিয়েছেন। একজন রাজস্থান পুলিশে এবং একজন তামিলনাড়ু পুলিশে। তবে সম্প্রতি বিহার সরকারও রূপান্তরকামীদের পুলিশে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360