খুলনায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে ১৯ হাজার ২০০ বার কোরআন খতম - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
খুলনায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে ১৯ হাজার ২০০ বার কোরআন খতম - Shera TV
বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন

খুলনায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে ১৯ হাজার ২০০ বার কোরআন খতম

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার:

মুজিববর্ষে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনে খুলনা জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও হেফজখানায় ১৯ হাজার ২০০ বার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে খতম সম্পন্ন হয়।

বুধবার দিবসটি উদযাপনে খুলনা জেলা স্টেডিয়ামে ছিল মূল আয়োজন। সেখানে বিকালে উপস্থিত হয় ৬৬৬৬ আলেম, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমবেত হয়ে আসরের নামাজ আদায় করেন।

নামাজ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহিদ সদস্য এবং মুক্তিযুদ্ধে প্রাণ দেওয়া ৩০ লাখ শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

খুলনা জেলা প্রশাসনের আয়োজনে এ সময় জুম প্রযুক্তির মাধ্যমে অনলাইনে খুলনা জেলার এক হাজার ৮০০ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, এক হাজার ২০০ মসজিদের মুসল্লিসহ পাঁচ লক্ষাধিক মানুষ এই দোয়ায় একত্রে অংশগ্রহণ করেন।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেসিসির মেয়র তালুকদার আব্দুল খালেক, কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক এসএম কামাল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দ রবিউল আলম, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএস শফিউল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন খুলনা টাউন জামে মসজিদের ইমাম মাওলানা মো. আবু সালেহ।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360