অনলাইন ডেস্ক:
মহামারিকে হারিয়েই দিলো ইসরাইল। সেখানে রাস্তায় জমে উঠছে পার্টি, স্কুলগুলো মুখোরিত হচ্ছে শিশুদের কোলাহলে, বিকেলে শত শত শিশু মাঠে খেলছে আবার পরিবারগুলো ছুটি কাটাতে সমুদ্রতীরে ভীর জমাচ্ছে। করোনা নিয়ে নেই কোনো বাধানিষেধ, কড়াকড়ি। বিশ্বের অন্যান্য দেশগুলো যখন করোনার নতুন ঢেউয়ে বিপর্যস্ত তখন ইসরাইলিরা করোনা জয় করে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারছে। এক প্রতিবেদনে এখবর দিয়েছে ফিনান্সিয়াল টাইমস।
দেশটির প্রবীণদের প্রায় সবাইকেই কোভিড ভ্যাকসিনের দুই ডোজ দেয়া হয়েছে। বাকিরা এক ডোজ নিয়ে দ্বিতীয় ডোজ নেয়ার অপেক্ষা করছে। জনগোষ্ঠীর বড় অংশটিই এখন ভ্যাকসিন সুরক্ষার অধীনে। দেশটি নাগরিকদের মধ্যে ভ্যাকসিন নিয়ে ইতিবাচক ধারণা স্থাপন করতে পেরেছে।
ইসরাইলে নতুন করে শনাক্তের হার ৩ শতাংশেরও নিচে নেমে এসেছে।
হাসপাতালগুলো ফাঁকা হয়ে গেছে এবং মহামারি বিশেষজ্ঞরা এখন ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। ইসরায়েলিরা একে দেখছেন ঈশ্বরের কৃপা হিসেবে।
ফিনান্সিয়াল টাইমস বলছে, ইসরাইলি হতে চলেছে প্রথম দেশ যারা মহামারি জয় করতে পেরেছে। সেখানে এখন মাস্ক ছাড়াই পার্টি করতে পারছেন মানুষ। তেল আবিব, জেরুজালেমের রাস্তায়ও দেখা যাচ্ছে উচ্ছসিত জনতার ভিড়। রেস্তোরাগুলো ভরে উঠেছে, নাইটক্লাব ও বারগুলোতেও ভিড় বাড়ছে। কোথাও নেই মাস্কের বালাই।
এক বারের কর্মী জানান, মনে হচ্ছে দীর্ঘ খড়ার পর এখন বৃষ্টি বইতে শুরু করেছে ইসরাইলে। সবাই এখন পার্টি করছে। এমনকি আমার দাদিও পার্টির আয়োজন করেছেন।
সেরা টিভি/আকিব