বুধবার মার্কিন গণমাধ্যম এবিসি নিউজে দেয়া এক সাক্ষাতকারে পুতিনকে নিয়ে এ মন্তব্য করেন তিনি।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে জয়ী হতে পুতিনের ভূমিকা ছিল, মার্কিন গোয়েন্দা সংস্থার এমন প্রতিবেদন প্রকাশের পর এ মন্তব্য করেন বাইডেন। এছাড়া এমন কাজের জন্য শীঘ্রই তাকে ‘চড়া মূল্য দিতে হবে’ এমন হুমকিও দেন বাইডেন। তবে পুতিনকে “মূল্য চুকানোর” হুমকি দিলেও দুই দেশের স্বার্থ রক্ষার্থে একসাথে কাজ করার কথাও বলেন তিনি।
এদিকে বাইডেনের এমন মন্তব্যের পর যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে আলোচনার জন্য মস্কোতে ডেকেছে ক্রেমলিন।
এছাড়া পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বাইডেনের এমন অভিযোগের উপযুক্ত কোন প্রমাণ নেই। তবে এমন অভিযোগ দু’দেশের সম্পর্কের অবনতি ঘটাবে।
এর আগে, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর হস্তক্ষেপ রয়েছে এমন কিছু প্রমাণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে মার্কিন গোয়েন্দা সংস্থা। তবে ২০২০ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ রয়েছে, ওয়াশিংটনের পক্ষ থেকে এমন অভিযোগ উঠলেও তা বরাবরই অস্বীকার করে আসছে মস্কো।
সেরা টিভি/আকিব