ভেলায় নদী পার হতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলের - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
ভেলায় নদী পার হতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলের - Shera TV
বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন

ভেলায় নদী পার হতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলের

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

অনলাইন ডেস্ক:

কলাগাছের ভেলায় নদী পারের সময় নরসিংদীর মনোহরদীতে বহ্মপুত্র নদীতে ডুবে বাবা ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার শকুন্দী ইউনিয়নের দীঘাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. জাকারিয়া ফরাজী (৫০) ও তার ছেলে মো. সাজিদ ফরাজী (৭)। তারা শকুন্দি ইউনিয়নের দীঘাকান্দি গ্রামের ফরাজী বাড়ির বাসিন্দা। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত জাকারিয়া ফরাজী পেশায় একজন কৃষক। তার কৃষি জমি নদীর পাড়ে। সকালে মাঠে যাওয়ার সময় তার শিশু সন্তান তার সঙ্গে যাওয়ার বায়না ধরে। পরে তাকে নিয়ে মাঠে যাচ্ছিলে। এ সময় কলাগাছের ভেলা দিয়ে বহ্মপুত্র নদী পার হওয়ার সময় তার শিশু সন্তান নদীতে পড়ে যায়।

সন্তানকে বাঁচাতে জাকারিয়া নদীতে ঝাঁপ দেন। এ সময় বাবা ছেলে দুজনই নদীতে তীলয়ে যান। পরে আশপাশের লোকজন নদীতে থেকে তাদের উদ্ধার করে স্থানীয় স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মনোহরদী থানার ওসি মোহাম্মদ আনিছুর রহমান বলেন, নদীর মাঝখানে যাওয়ার পর বেলা থেকে শিশুটি উল্টে পড়ে যায়। পরে তাকে বাঁচাতে দিয়ে দুজনেরই মৃত্যু হয়। ঊর্ধ্বর্ধতন কর্মকতাদের সঙ্গে কথা বলে লাশ হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360