অনলাইন ডেস্ক:
ভারতের বাজারে আরও কমল স্বর্ণ এবং রুপার দাম। এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ০.১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৪,৯০৪ রুপি। রুপার পতন আরও বেশি, এক কেজি রুপার দাম এক শতাংশ কমে হয়েছে ৬৭,১০০ রুপি।
জানা গেছে, গত সেশনে সোনার দাম ০.৩ শতাংশ বেড়েছিল। আর ০.৭ শতাংশ উত্থানের সাক্ষী ছিল রুপা। এইচডিএফসি সিকিউরিটিজ বলছে, এমসিএক্স সূচকে ৪৫,২০০ বা ৪৫,৬০০ রুপিতে বাধা পাবে ১০ গ্রাম স্বর্ণ। আপাতত সোনার দাম রেকর্ড দরের থেকে ১১,০০০ রুপির মতো কম আছে।
এর আগে, গত বছরের ৭ আগস্ট ভারতীয় বাজারে ১০ গ্রাম সোনার দর রেকর্ড ৫৬,২০০ টাকায় পৌঁছেছিল। তারপর থেকে সোনার দাম অনেকটা নীচে নেমেছে। চলতি বছরেও সোনার দাম অনেকটা কমেছে। বিশ্ব বাজারেও সোনার দাম পড়েছে। এক আউন্স স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৭৩০.০৬ ডলার।
সেরা টিভি/আকিব