স্টাফ রিপোর্টার:
১৯৯৯ সালে এই নেপালেই এসএ গেমস ফুটবলে শিরোপা জিতেছিল বাংলাদেশ। দীর্ঘ ২২ বছর পর সেই হিমালয়ের দেশে আরেকটি ট্রফি জয়ের সুযোগ আসে বাংলাদেশের সামনে। কিন্তু পারেনি লাল-সবুজের দলটি।
সোমবার কাঠমান্ডুর দশরথ স্টেডিযামে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নেপালের কাছে ২-১ গোলে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশের ফুটবলের এ পোস্টারবয়, ‘আমি সরি বলব। আমরা জিততে পারিনি। অধিনায়ক হিসেবে আমি খুবই হতাশ অনুভব করছি। অবশ্য পুরো বাংলাদেশই হতাশ। আমি সবার কাছে ক্ষমা চাইছি।’
অথচ ত্রিদেশীয় টুর্নামেন্টে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে এবং স্বাগতিক নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করে শ্রেয়তর দল হিসেবে ফাইনালে ওঠে বাংলাদেশ। কিন্তু শিরোপা মঞ্চে স্বাগতিক নেপালের সামনে পাত্তাই পায়নি তারা। ফাইনালে হোঁচট খাওয়ায় জামালের ব্যাখ্যা, ‘বড় মঞ্চে আমাদের পারফর্ম করা উচিত। অনেক প্লেয়ার আজ যেন লুকিয়ে ছিল। বড় ম্যাচে লুকিয়ে থাকার সুযোগ নেই। অনেক খেলোয়াড় নার্ভাস থাকায় প্রথমার্ধে ভালো করা যায়নি। আমি কয়েকবারই বলেছি নার্ভাস থাকে যাবে না। ইজি খেলতে হবে। আসলে নার্ভাস থাকলে খেলায় পারফর্ম করা কঠিন।’
সেরা টিভি/আকিব