অনলাইন ডেস্ক:
মধ্যবর্তী অন্য কোনো প্রাণীর মাধ্যমে বাঁদুরের থেকে মানবদেহে এসেছে করোনাভাইরাস। এমনটাই জানা গেছে চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক যৌথ গবেষণায়। একইসঙ্গে জানানো হয়েছে, এই ভাইরাস কোনো গবেষণাগার থেকে ছড়িয়েছে বলে যে দাবি তোলা হয়েছিল তার সম্ভাবনাও একেবারেই নেই। তবে গবেষণার এমন ফল নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে বলে জানিয়েছে রয়টার্স। গবেষণায় যুক্ত থাকা দলটি বলছে, সবগুলো ক্ষেত্রেই নতুন করে গবেষণা চলবে। তবে গবেষণাগার থেকে করোনা ছড়িয়ে পড়েছে এমন দাবি নিয়ে আর গবেষণা চালাবে না তারা। গবেষণাটির ড্রাফট কপি পেয়েছে গণমাধ্যম এসোসিয়েটেড প্রেস। এই গবেষণাটির দিকে তাকিয়ে ছিল অনেকেই।
কারণ, করোনা কীভাবে মানবদেহে ছড়ানো শুরু হলো তা জানতে পারলে ভবিষ্যতে হয়ত আরো মহামারি মোকাবেলা করা সম্ভব হবে। তবে এর ফলাফল প্রকাশে দেরি হওয়ায় অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন যে, চীন এই সময়ে ফলাফল বদলে দেয়ার চেষ্টা করছে কিনা। তবে এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছে বেইজিং।
সেরা টিভি/আকিব