স্টাফ রিপোর্টার:
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (স্বাস্থ্য ও শিক্ষা) এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির করেনায় আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির বুধবার জানান, মঙ্গলবার করোনা পজিটিভ হলে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি হন। বর্তমানে তার অবস্থা ভালো এবং তিনি আইসোলেশনে রয়েছেন।
সেরা টিভি/আকিব