স্টাফ রিপোর্টার: মেট্রোরেলের কোচের প্রথম চালান জাপান থেকে বাগেরহাটের মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এসব কোচ নিয়ে ছেড়ে আসা জাহাজ ‘এমভি এসপিএম ব্যাংকক’ মোংলা বন্দরের প্রবেশের অপেক্ষায় রয়েছে। বুধবার (৩১ মার্চ) মোংলা বন্দরের জেটিতে ভিড়ে জাহাজটি। বৃহস্পতিবার বন্দরের ৯ নম্বর ইয়ার্ডে কোচগুলো খালাস হবে। সেখান থেকে মেট্রোরেল দিয়াবাড়ি ডিপোতে নিয়ে আসা হবে। জাপানের কোবে বন্দর থেকে গত ৪ নভেম্বর মেট্টোরেলের ৬টি রেলওয়ে কার (কোচ) নিয়ে রওনা হয় বিদেশি জাহাজ এমভি এসপিএম। সোমবার (৩০ মার্চ) ব্যাংকক বন্দর চ্যালেনে (বহির্নোঙ্গরে) প্রবেশ ও নোঙ্গর করে।
শবে বরাতের ছুটি থাকায় জাহাজটিকে সেখানেই অপেক্ষায় করতে হয়। প্রায় ২৭ দিন সাগরে ভেসে আজ জাহাজটি মালামাল নিয়ে মোংলা বন্দর জেটিতে পৌঁছায়। জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড মেট্রোরেলের জন্য কোচগুলো তৈরি করছে। আর বাংলাদেশে এই কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রাজধানীবাসীর যানজট মুক্তির স্বপ্ন নিয়ে ২০১২ সালের জুলাইয়ে মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু হয়। ২০২১ সালের ১৬ ডিসেম্বর মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু করা যাবে বলে আশা করছে সরকার।
সেরা টিভি/আকিব