স্টাফ রিপোর্টার:
করোনা সংক্রমণ রোধে অর্ধেক যাত্রী নিয়ে চলছে বাস, ট্রেন ও লঞ্চ। তবে কিছু বাস চালক মানছে না অর্ধেক যাত্রী নেয়ার নির্দেশনা। অর্ধেক যাত্রী নেয়ায় রাজধানীতে গণপরিবহণ সংকট দেখা দিয়েছে। যাত্রীচাপ থাকায় ভোগান্তিতে পড়েছেন অনেকে।
বিআরটিসিসহ কিছু পরিবহণে শতভাগ যাত্রী নেয়ার অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত যাত্রী নেয়ার পক্ষে নানা যুক্তি দিচ্ছেন যাত্রী, চালক ও হেলপার। আবার স্বাস্থ্যবিধিও মানছেন না কিছু যাত্রী, চালক।
এদিকে স্বাস্থ্যবিধি নিশ্চিতে বাড়তি ভাড়ায় অর্ধেক যাত্রী নিয়ে আজ থেকে চলছে নৌযানও। তবে আগের ভাড়ায় অর্ধেক যাত্রী নিয়ে চলছে ট্রেন। এদিকে ১১ই এপ্রিলের পরের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
সেরা টিভি/আকিব