অনলাইন ডেস্ক:
ফাইজার ও বায়োএনটেকের কোভিড-১৯ ভ্যাকসিন ৯১ শতাংশ কার্যকর। নতুন করে চালানো গবেষণা ও বিশ্লেষণের পর বৃহস্পতিবার এই আপডেটেড তথ্য দিয়েছে কো¤পানিটি। নতুন এই গবেষণায় এমন মানুষদের যুক্ত করা হয়েছে যারা ৬ মাসেরও বেশি সময় আগে ভ্যাকসিন গ্রহণ করেছিলেন। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
খবরে জানানো হয়েছে, ফাইজারের এই ভ্যাকসিন করোনার দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও শতভাগ কার্যকর। যদিও দক্ষিণ আফ্রিকার মাত্র ৮০০ জনের মধ্যে এই পরীক্ষা চালানো হয়েছে তবে তাদের মধ্যে কেউই করোনা আক্রান্ত হননি। গত নভেম্বরে ফাইজার জানিয়েছিল তাদের ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর। সেসময় প্রায় ৪৪ হাজার মানুষের ওপর ট্রায়াল চালিয়ে এ তথ্য পাওয়া গিয়েছিল। তবে এরপর অনেকগুলো ভ্যারিয়েন্ট বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।
এগুলো আগের ভ্যারিয়েন্টের তুলনায় অনেক বেশি ভয়ংকর।
আপডেটেড তথ্য প্রদানের সময় ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বোরলা বলেন, তাদের ভ্যাকসিনের কার্যকরিতার মাত্রা পুরোপুরি অনুমোদন পাওয়ার জন্য যথেষ্ট। নতুন এই গবেষণায় ১২ হাজার মানুষের তথ্য নেয়া হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন এই ভ্যাকসিনের জরুরি প্রয়োগের অনুমোদন দিয়েছে।
সেরা টিভি/আকিব